রংপুরে মহিলা শ্রমিকলীগের ৪ শতাধিক নেতাকর্মীতে খাদ্য সামগ্রী দিলেন শ্রমিক নেতা এমএ মজিদ
রংপুর ব্যুরো
চলমান করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে রংপুরের দিনমজুর ও শ্রমিকরা। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে। এমন সংকটময় অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ।
গতকল রবিবার সকালে নগরীর জাহাজ কোম্পানী মোড়ের চাউল আমোদ রোড মহানগর শ্রমিকলীগের কার্যালয়ে মহিল শ্রমিকলীগের ৪ শতাধিক নেতাকর্মীদের মাঝে চাউল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় মহানগর শ্রমিকলীগের কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক এম এ মালেক মুকুল ও রিয়াদ, মহিলা বিষয়ক সম্পাদিকা নুপুর, মহিলা শ্রমিকলীগ নেত্রী শুকতারা, নাজমিনসহ নগরীর ৩৩টি ওয়ার্ডের মহিলা শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।